মাথা গরম হলে ঝামেলায় জড়ান অনেকে। আর এই মাথা গরমের পিছনে যে বিশ্ব উষ্ণায়নের হাত আছে, তা কে জানত? বিজ্ঞানীরা অন্তত তেমনটাই বলছেন। তাদের দাবি, উষ্ণায়নের কারণেই বাড়ছে অসহিষ্ণুতা। মানুষ হয়ে উঠছে আরও অধৈর্য এবং হিংস্র! বলছেন ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্বজুড়ে বিগত কয়েক বছরে অপরাধের হার দ্রুত বাড়ছে। এর পিছনে উষ্ণায়নকেই দায়ী করেছেন গবেষকরা।