মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের শত বছরের স্মৃতি চিহ্ন গাছ কাটার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের নেতারা। সোমবার রাতে নিউ ইয়র্কে যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত সমাবেশে এ প্রতিক্রিয়া জানান তারা। এছাড়াও নিজেদের উদ্যোগে যশোরের মনিরামপুরে ভাসমান সেতু তৈরী করার জন্য এলাকাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা।