ভারত প্রায় ১৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বৃহৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা বাতিল করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ দ্রুত নিচে নামতে থাকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিল দেশটি; যদিও একসময় তা অসম্ভব বলেই মনে হচ্ছিল।
এ প্রসঙ্গে বিশ্লেষক টিম বাকলে বলেন, অত্যন্ত ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা থেকে সরে এসে সৌরবিদ্যুতের প্রতি ভারতের এ আগ্রহ বৈশ্বিক জ্বালানি খাতেই গভীর ইতিবাচক প্রভাব ফেলবে।