বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশ রক্ষায় বিশেষজ্ঞদের পাশাপাশি এক্টিভিস্টদের এগিয়ে আসতে হবে। সম্প্রতি নিউ ইয়র্কেও জ্যাকসন হাইটসে বাংলাদেশে প্লাজায় বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক -বেন আয়োজিত বিশেষ সভায় বক্তারা এসব কথা বলেন।