প্রায় দুই সপ্তাহ ধরে আলোচনা, তর্কবিতর্ক ও দর-কষাকষির শেষে গতকাল শনিবার জলবায়ু চুক্তিতে সম্মত হলো বিশ্ব। ফ্রান্সের প্যারিসে চুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মতি দেয় ১৯৫টি দেশ।
খসড়ায় স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর দাবির সঙ্গে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর দাবির ভারসাম্য রাখা হয়েছে। তবে এ বিষয়ে চুক্তিটি প্যারিসেই স্বাক্ষরিত হচ্ছে না। আগামী বছর নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের এক বিশেষ সভা ডেকে সেখানে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা তাতে স্বাক্ষর করবেন।প্যারিস চুক্তিটি আইনি বাধ্যবাধকতাসহ হবে কি না, তা নিয়ে জলবায়ু বিপন্ন দেশ ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে দুশ্চিন্তা ছিল। তাদের সেই চিন্তার অবসান করে আইনি বাধ্যবাধকতাসহ চুক্তির খসড়াই অনুমোদন হয়েছে।